Wellcome to National Portal

নির্বাহী প্রকৌশলী’র কার্যালয়, বিএমডিএ, নাটোর রিজিয়ন, নাটোর এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক র্কমকান্ড

বিএমডিএ নাটোর রিজিয়ন দু’ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।

১। নিয়মিত কার্যক্রম: সেচযন্ত্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বৈদ্যুতিক ভোল্টেজ প্রাপ্তি ও তদারকি, পানি সাশ্রয়ী ফসলের আবাদ বৃদ্ধি, পার্চিং, এডব্লিউডি বাস্তবায়নসহ কৃষক মোটিভিশন ইত্যাদি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে।

২। প্রকল্প ভিত্তিক কার্যক্রমঃ বিভিন্ন প্রকল্পের আওতায় সেচের পানি বিতরণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, বনায়ন, গ্রামীণ যোগাযোগ, কৃষক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম ছাড়াও নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করে থাকে ঃ

(১) ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধি প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য:

ক) ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে সেচের পানির অপচয় হ্রাসকরণ;

খ) ফসলের বৈচিত্রকরণের মাধ্যমে সেচ এলাকা সম্প্রসারণ;

গ) ভূ-পরিস্থ সেচনালার পরিবর্তে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণের মাধ্যমে কৃষি জমির সাশ্রয়;

ঘ) সেচের পানি ব্যবস্থাপনা, ফসলের বৈচিত্রকরণ, সার ব্যবহার, প্রযুক্তিগত আবাদ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং

ঙ) প্রান্তিক কৃষক এবং দৈনিক শ্রমিকের অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

(লক্ষ টাকায়)

 

(২সেচের গভীর নলকূপ হতে পাইপের মাধ্যমে খাবার পানি সরবরাহ প্রকল্প

                প্রকল্পের উদ্দেশ্য:

   ক) গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে সারা বছর সুপেয় পানি সরবরাহ করা।

                খ) গ্রামাঞ্চলে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা।

               গ) প্রকল্প এলাকায় প্রায় ৫.৫০ লক্ষ জনসাধারণকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা।।

                ঘ) সুপেয় পানি ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহের ফলে রোগ জীবানু রোধ করা।

 

(৩) কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্প (জুন’২০১৮ পর্যন্ত সমাপ্ত)

প্রকল্পের মূল উদ্দেশ্য :

ক) রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, পাবনা ও নাটোর জেলার ৪২ টি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ যোগাযোগ উন্নয়নে প্রয়োজনীয় ব্রীজ-কালভার্টসহ সংযোগ সড়ক নির্মাণ করা।

খ) প্রকল্প এলাকার গ্রামীণ জনগোষ্ঠির কৃষিঁজ ও ব্যবসা-বাণিজ্য উন্নয়নের স্বার্থে উৎপাদিত ফসলের সহজ বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

গ) মরুময়তা রোধকল্পে প্রস্তাবিত সড়কের দু'ধারে ব্যাপক বনায়ন নিশ্চিত করা। কৃষিপণ্য বাজারজাতকরণ ও কৃষকের পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা।

ঘ) প্রকল্পের কার্যক্রমে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে স্থানীয় জনগনের কর্মসংস্থানের সৃষ্টি করা।